ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য

ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম যশোর জেলা পরিচিতি
ঠিকানা 7400  যশোরযশোর সদরযশোর সদরনাই ম্যাপ দেখুন
যাতায়াত / পরিবহন ব্যবস্থা ও নিকটবর্তী হাট / বাজার যাতায়াত / পরিবহন ব্যবস্থা নৌ-পথ,রেল-পথ,বিমানবন্দর নিকটবর্তী হাট / বাজার রাজারহাট,
ফোন নম্বর / মোবাইল নম্বর ফোন নম্বর 01715448311
ইমেইল ঠিকানা dcjessore@gmail.com
ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম মোঃ মোস্তাফিজুর রহমা
ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রসংশা ভিত্তিক মূল্যায়ন সংখ্যা
  • × 0
হোমপেজ URL
ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সম্পৰ্কে সংক্ষিপ্ত তথ্য বিবরণ যশোর, সমতটের একটা প্রাচীন জনপদ। নামটি অতি পুরানো। যশোর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। যশোর (জেসিনরে) আরবি শব্দ যার অর্থ সাকো। অনুমান করা হয় কসবা নামটি পীর খানজাহান আলীর দেয়া (১৩৯৮ খৃ:)। এককালে যশোরের সর্বত্র নদী নালায় পরিপূর্ণ ছিল। পূর্বে নদী বা খালের উপর সাকো নির্মিত হতো। খানজাহান আলী বাঁশের সাকো নির্মাণ করে ভৈরব নদী পার হয়ে মুড়লীতে আগমন করেন বলে জানা যায়। এই বাঁশের সাকো থেকে যশোর নামের উৎপত্তি। কোন কোন ঐতিহাসিকের মতে খানজাহান আলীর পূর্ব থেকেই এই যশোর নাম ছিল। অনেকে অভিমত ব্যক্ত করেন যে, প্রতাপাদিত্যের পতনের পর চাঁচড়ার রাজাদের যশোরের রাজা বলা হত।


যশোর বাংলাদেশের একটি সুপ্রাচীনতম স্থান। প্রাচীনকালে এ জেলায় আর্য, দ্রাবিড়, মঙ্গল ও আদিম অধিবাসীরা বসবাস করত। নিষাদ, কিরাত ও বাগদি জাতির বসবাসও ছিল। এ জেলা অসংখ্য অধিবাসী বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। হিন্দু রাজত্বের সময় বৌদ্ধদের জোর পূর্বক হিন্দু ধর্মে দিক্ষীত করা হয়। যোগী, ভড়ং, তাঁতী, মাহিষ্য, কপালি, নমশূদ্র প্রভৃতি জাতির লোকেরা অধিকাংশই বৌদ্ধ ছিল। কায়েস্ত ব্রাহ্মণ ও বৈদ্য জাতির লোকেরাও এদেশে বসবাস করত।
ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও সেবা সমূহের বিবর ভৌগোলিক অবস্থান :
২৫৭৮.২০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট যশোর জেলা উত্তরে ঝিনাইদহ ও মাগুরা জেলা, দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা জেলা, পূর্বে নড়াইল ও খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ দ্বারা বেষ্টিত।


আবহওয়া ও জলবায়ু :
বার্ষিক গড় তাপমাত্রা সর্বোচ্চ ৩৭.১ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন ১১.২ ডিগ্রী সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমান ১৫৩৭ মিলিমিটার।


নদ-নদী ও বিল :
উল্লেখযোগ্য নদীসমূহের মধ্যে রয়েছে ভৈরব, কপোতাক্ষ, মুক্তেশ্বরী, বেতনা, চিত্রা, হরিহর, শ্রীনদী, টেকানদী, কোদলী নদী, ভদ্রা নদী এবং ইছামতি নদী।

উল্লেখযোগ্য বিল আছে ৩টি।

(যশোর জেলা পরিচিতি)এর ম্যাপ


大きな地図で見る

আপনি যদি বাণিজ্যিক প্রতিষ্ঠানের তথ্যাবলী পরিবর্তন করতে চান তাহলে নীল রঙের "বিক্রয় - মেলা ডট কম" সাপোর্ট টিম এখান থেকে "লেখার উপর ক্লিক করুন এবং ইমেইল এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের তথ্যাবলী বিক্রয় - মেলা ডট কম সাপোর্ট টিমকে জানান।
(বিক্রয় - মেলা ডট কম" সাপোর্ট টিম এখান থেকে)

ইউজার লগ ইন

ID
PASS
  • সাধারণ ইউজার •পাসওয়ার্ড ভুলে গেছেন?এখান থেকে

পন্যের নাম দ্বারা অনুসন্ধান